সিপিএ মার্কেটি এর পূর্ণ অর্থ হচ্ছে Cost Per Action। সহজভাবে ধরুন কোন কিছু ডাউনলোড, শেয়ার, কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদি। এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে কিছু কাজের উপর নির্ভর করে পেমেন্ট দেয়া হয়। CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। এগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে
কেন করবেন সিপিএ মার্কেটিং?
অনলাইন মার্কেটার হিসেবে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অনলাইন মার্কেটার হতে হলে আপনাকে অনলাইনের অনেক বিষয় সম্পর্কে ভালো মানের ধারনা রাখতে হবে যেটা আসলে অনলাইনে নতুন একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। নিজের নিস সাইট বা অন্য কোন মেথডে কোন অনলাইন প্রমোশন করা অনেকটাই হাই লেভেলের কাজ যেটা করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা দরকার।
সিপিএ মার্কেটিং থেকে কি রকম আয় করা সম্ভব?
এটা নির্ভর আপনার কাজ এর উপর। তবে নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করলে হাজার ডলার এর উপর আয় করা সম্ভব মাসে। নিয়ম মেনে কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না। আপনি যদি ৩ ডলার একটি অফার নিয়ে কাজ করেন তাহলে দিন এ যদি ২০ টি Action Complete করাতে পারেন তাহলে দিনে ৩০ ডলার ইনকাম করতে পারবেন। মাসে ইনকাম হবে ৯০০ ডলার।
Learner's Feedback
Md Anamul Haq Any
04-February-21
That’s awesome,,,
I hope we learn something better